Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

২০২৩ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি পরীক্ষা!


২০২৩ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি পরীক্ষা!দেখতে click the link:


https://tinyurl.com/fcudxacc


২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে। তবে আগামী বছর ২০২৩ সালের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএসসি/দাখিল (ভোকেশনাল) এবং এইচএসসি/আলিম (ভোকেশনাল) পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে।


জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) মো. মশিউজ্জামান বলেন, শিক্ষাবর্ষের সাধারণ নিয়ম অনুযায়ী, ২০২৩ সালের এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের নবম শ্রেণির কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এবং এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষার্থীদের একাদশ শ্রেণির কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল একই বছরের ১ জুলাই থেকে। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সপ্তাহে মাত্র দুই দিন করে সরাসরি শ্রেণি কার্যক্রম শুরু হয় গত বছরের ১২ সেপ্টেম্বর। সেই হিসেবে উক্ত সেশনের এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে দীর্ঘ প্রায় ৯ মাস সরাসরি পাঠদান থেকে বঞ্চিত ছিল।


অন্যদিকে, অনেক প্রতিষ্ঠানে এখনও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষার্থীরা প্রায় আট মাস শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রম শুরু করতে পারেনি। যার ফলে তাদের শিখন ঘাটতি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


তিনি আরও বলেন, করোনার কারণে ফের এক মাস বন্ধ ছিল শিক্ষা-প্রতিষ্ঠান। এর ফলে গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নবম শ্রেণিতে মাত্র ৩৫ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছে ২০২৩ সালের এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থীরা।


২রা মার্চ থেকে সরাসরি শিক্ষা কার্যক্রম চালু হলেও তাদের শিখন ঘাটতি থেকেই যাবে। সেক্ষেত্রে ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য ইতোপূর্বে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ২০২৩ সালের এইচএসসি/দাখিল ও সমমানের এবং এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষার জন্য প্রযোজ্য হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ