Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাকিবের যে ৭টি রেকর্ড যা কখনো ভাঙ্গা প্রায় অসম্ভব


 সাকিবের যে ৭টি রেকর্ড যা কখনো ভাঙ্গা প্রায় অসম্ভব

জানতে লিংকে ক্লিক করুন: https://tinyurl.com/ymhtstn3


স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান যে বিশ্বসেরা অলরাউন্ড তার প্রমান দিয়েছেন বারবার। সাকিব আল হাসানের এমন ৭ টি রেকর্ড আছে যা প্রায় ভাঙ্গা অসম্ভব!


গত বছর ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে তার অর্জনের কমতি নেই। তবে আফগানদের বিপক্ষে তার এই ৭ টি রেকর্ড ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। ২৪ জুন-২০১৯ আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আর এ ম্যাচে সাকিব ছিলেন বলে-ব্যাটে উজ্জ্বল। তার অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানকে ৬২ রানে হারায় বাংলাদেশ।


...

ওই এক ম্যাচেই সাকিব গড়েন যে ৭টি রেকর্ডঃ



১। বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে ১০০০+ রান এবং ৩০+ উইকেট শিকার করে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন সাকিব।


২। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট ও ৫০+ রান করেছে।


৩। প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে ২ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরি করেছে সাকিব।


৪। প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছে সাকিব।


৫। বিশ্বকাপে বাংলাদেশের মধ্যে এইটি সাকিবের এই বোলিং ফিগারই সেরা।


৬। প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে ১০০০+ রান করেছে সাকিব।


...

৭। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ব্যাট হাতে ৪৭৬ রান এবং বল হাতে ১০ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন সাকিব আল হাসান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ